
BRCA TEST
BRCA TEST
স্তন ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার ঝুঁকি নির্ণয়ের সর্বাধুনিক পরীক্ষা BRCA TESTএখন বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য। দেশীয় চিকিৎসাবিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত CRL Diagnostics এ অভিজ্ঞ প্যাথলজিষ্ট, বিজ্ঞানী ও মলিকুলার বায়োলজিষ্ট এর সমন্বিত প্রচেষ্টায় মানসম্পন BRCA TEST রিপোর্ট এর নিশ্চয়তা। অতিরিক্ত সময় ও অর্থ খরচ করে ঝুঁকিপূর্ণ পথে নমুনা আর বিদেশে পাঠাতে হবে না।
রক্তের নমুনা পরীক্ষা করে ক্যান্সারের অস্বাভাবিক ঝুঁকিতে থাকা নারীদের সনাক্ত করতে BRCA1 & BRCA2 Test। বংশগত রোগের ক্ষেত্রে পরিবারের কোন সদস্য বা নিকট আত্মীয় স্তন ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হলে অন্যদেরও আক্রান্ত হবার ঝুঁকি থাকে। এমতাবস্থায় ব্যাক্তিগত ঝুঁকির মাত্রা জানতে এবং ডাক্তারের পরামর্শে কার্যকর থেরাপি নিয়ে শংকামুক্ত জীবন যাপন করতে
BRCA Test এর সহায়তা নিন।
BRCA Test যাদের করা প্রয়োজনঃ
১। স্তন ক্যান্সার এবং/ অথবা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত বাক্তি
২। স্তন ক্যান্সার এবং/ অথবা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত বাক্তির নিকট আত্মীয় ও পরিবারের
সদস্যগন
৩। ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি এমন পরিবারের
সদস্যগন
৪। ডাক্তারের পরামর্শে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে থাকা যে কোন বাক্তি
BRCA Test এর সম্ভাব্য ফলাফলঃ
১। ফলাফল নেগেটিভ হলে উদ্বেগহীন এবং দুশ্চিন্তামুক্ত থাকা যায়
২। ফলাফল পজিটিভ হলে দুশ্চিন্তার কারন নেই। সতর্কতার সাথে প্রতিরধমূলক চিকিৎসা নিয়ে
ক্যান্সারমুক্ত স্বাভাবিক জীবন যাপন করা যায়।
আপনার ডাক্তারের পরামর্শ নিন।জীবনকে স্বাস্থ্যকর ও আনন্দময় করে তুলুন।