
Comprehensive Nutritional Evaluation
শরীরে পুষ্টির সুপ্ত ঘাটতি নিরুপন ও ভারী ধাতুর বিষাক্ততা নির্নয়ের পুর্ণাঙ্গ পরীক্ষার সুবিধা এখন বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য।পুষ্টির সামগ্রিক ঘাটতি মূল্যায়ন করে কেবলমাত্র ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শে চিকিৎসা নিতে NutriEval ( Comprehensive Nutritional Evaluation) অত্যন্ত উপযোগী পরীক্ষা।
NutirEval Test শরিরে ৭ টি প্রয়োজনীয় ভিটামিন ( Vitamin A, B6, B12, Folic Acid, Vitamin C, Vitamin D ও Vitamin E) ও ৮ টি প্রয়োজনীয় খনিজ পদার্থ ( Iodine, Copper, Zinc, Calcium, Magnesium, Phosphorus ও Potassium) এবং ৭ টি অপ্রয়োজনীয় ভারী ধাতুর (Lead, Arsenic, Cadmium, Mercury, Nickel, Aluminium & Copper) মাত্রা নির্ণয় করে রোগীর রক্ত ও মূত্রের একটি মাত্র নমুনা থেকে। শরিরে পুষ্টির সামগ্রিক চাহিদা মূল্যায়ন করে পুষ্টিবিদের পরামর্শ সহ বিস্তৃত রিপোর্ট করা হয়।
যারা NutirEval Test করাবেনঃ
শরীরে ভিটামিন ও মিনারেলস সহ পুষ্টির সুপ্ত ঘাটতি এবং ভারী ধাতুর বিষাক্ততা নানাবিধ জটিল রোগের মূল কারন। যেমন দির্ঘস্থায়ী অনিদ্রা, ক্লান্তি ও অবসাদ; অজানা কারণে বন্ধ্যাত্ব, দির্ঘস্থায়ী ব্যাথা ও প্রদাহ; হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়েবেটিস ও অতিরিক্ত ওজন।স্বাস্থ্য সচেতন ব্যক্তি সপ্রণোদিত হয়ে এবং অজানা কারনে দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাক্তি ডাক্তারের পরামর্শে NutirEval Test করাবেন।