Screening Test

গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটি ও মায়ের এ্যাকলাম্পশিয়া Screening Test
গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটি ও মায়ের এ্যাকলাম্পশিয়া রোগের ঝুঁকি আগাম জানতে রক্তের তিনটি বিশেষায়িত প্রোটিন Free beta-hCG, Pregnancy-Associated Plasma Protein –A ( PAAPA) এবং Placental Growth Factor ( PLGF) একসাথে পরীক্ষা করার সুবিধা এখন বাংলাদেশে সাশ্রয়ী মুল্যে সহজলভ্য।
যারা পরীক্ষাটি করাবেনঃ
• সন্তান প্রতিবন্ধী হবার ঝুঁকিতে থাকা গর্ভবতী নারী
• গর্ভবস্থায় এ্যাকলাম্পশিয়া রোগের উচ্চ ঝুঁকিতে থাকা নারী
কখন পরীক্ষাটি করাবেনঃ
• গর্ভাবস্থার ১১ থেকে ১৩ সাপ্তাহ ৬ দিন সময়ে রক্তের নমুনায়
Test panel:
• Free beta-hCG
• Pregnancy-associated plasma protein –A ( PAAPA)
• Placental growth factor ( PLGF)
গর্ভবস্থার সাথে সরাসরি সম্পর্কিত এই তিনটি প্রোটিনের মাত্রা অস্বাভাবিক হলে তা শিশুর জন্মগত ত্রুটি ও মায়ের প্রাক-এ্যাকলাম্পশিয়া রোগের বর্ধিত ঝুঁকি নির্দেশ করে।